আজ (বুধবার, ২০ আগস্ট) সকাল ৭টার দিকে কক্সবাজারের উখিয়ার ফলিয়া পাড়া এলাকায় রোহিঙ্গা শিবিরের প্রবেশ মুখে আন্দোলন শুরু করে চাকরিচ্যুত স্বেচ্ছাসেবী শিক্ষকরা। এ সময় তারা রোহিঙ্গা শিবিরে এনজিওর গাড়িগুলো প্রবেশে বাধা দেয়। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় এবং আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে।
এক পর্যায়ে আন্দোলনকারীরা তাদের অবস্থানে অনড় থাকলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আহত হয় কয়েকজন শিক্ষক। আহতদের মধ্যে চারজনকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
এ ঘটনায় বর্তমানে উখিয়ায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। তবে ঘটনার বিষয় এখন পর্যন্ত পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত ১৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্পের চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহালের দাবিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কোর্টবাজার এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষকরা। গত জুনে তহবিল সংকটের কথা বলে চাকুরিচ্যুত করা হয় বিভিন্ন লার্নিং সেন্টারে কর্মরত ১ হাজার ১৭৯ জন শিক্ষককে।