ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে নিহত ৩, আহত ১

মুন্সীগঞ্জ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে ফায়ার সার্ভিস
এখন জনপদে
0

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার উল্টে এক নারীসহ নিহত হয়েছেন তিনজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

আজ (বৃহস্পতিবার, ২১ আগস্ট) ভোর ৬টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, ঢাকাগামী প্রাইভেটকারটি ষোলঘর এলাকায় এসে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ২ জন।

আরও পড়ুন:

তিনি জানান, আহত দুইজনকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া নিহতদের বিষয়ে বিস্তারিত এখনো কিছু জানা যায়নি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

এসএইচ