নিহতরা হলেন— আওলাদ হোসেন, হাবিল ও কাইয়ুম। শ্রীনগর থেকে কাজ শেষে চার বন্ধু একসঙ্গে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শ্রীনগর থেকে নিমতলায় যাওয়ার পথে বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সাার্ভিস লেনে পড়ে যায় মোটরসাইকেলটি। সেসময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয় আওলাদ হোসেন ও হাবিল।
আরও পড়ুন:
পুলিশ আরও জানায়, স্থানীয়রা কাইয়ুম ও ইমনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। তাছাড়া ইমনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
এর আগে, গতকাল সকালেও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরের দ্রুতগতির প্রাইভেট কার উল্টে নিহত হয় ৩ জন।