আজ (শুক্রবার, ২২ আগস্ট) সকালে নির্বাহী ম্যাজিট্রেটের নেতৃত্বে মরদেহের সুরতহাল তৈরি করে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ২১ আগস্ট) রাত ২টা থেকে ৪টার মধ্যে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত দুর্জয় চকরিয়ার ভরামুহুরী কালীবাড়ি এলাকার কমল চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন।
আরও পড়ুন:
নিহতের স্বজনরা জানান, দুর্জয় চেক জালিয়াতি করে টাকা তুলেছে এমন অভিযোগে মামলার এজাহার দিয়েছেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এর প্রেক্ষিতে থানায় গেলে তাকে আটকে রাখা হয় একটি সেলে।
রাত ১২টায় দিকে স্বজনরা গিয়ে দুর্জয়ের সঙ্গে দেখা করে আসেন। পরে সকালে গায়ের শার্ট প্যাঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখা যায় দুর্জয়ের মরদেহ।