এর আগে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ও জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির খন্দকারের টিনশেড বাড়ির একটি কক্ষে হাসান ও তানজিল ভাড়া নিয়ে স্ত্রী-সন্তানসহ দুই পরিবারের ৯ জন বসবাস করছিলেন। রাতের বেলায় ওই কক্ষে থাকা হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের কারণে বিকট শব্দ হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। আহতরা হলেন—হাসান (৩৭), সালমা (৩০), মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (৪ মাস), আসমা (৩৫), তিসা (১৬), আরাফাত (১৩), তহুরা (৬৫)।
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে বিস্তারিত তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।