লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন-শিশু মৃত্যুর ঘটনায় ফখরুলের শোক

লক্ষ্মীপুর
বিএনপি নেতার বাড়িতে আগুন-শিশু মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এখন জনপদে
রাজনীতি
0

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে স্থানীয় বিএনপি নেতার বাড়িতে দেয়া অগ্নিকাণ্ড ও দগ্ধ হয়ে শিশুর মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শনিবার, ২০ ডিসেম্বর) বিকেলে দলটির ফেসবুক পেজ থেকে মির্জা ফখরুলের এ বিবৃতি প্রকাশ করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘লক্ষীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেনের বাড়িতে গতকাল (শুক্রবার, ১৯ ডিসেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে তার ৮ বছর বয়সী শিশু কন্যা আয়শা আক্তার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

তিনি জানান, বেলাল হোসেনসহ তার অন্য দুই কন্যা বীথি আক্তার ও স্মৃতি আক্তার আগুনে গুরুতর আহত হয়েছেন। এরই মধ্যে আহত দুই কন্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং বেলাল হোসেন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া দুর্বৃত্তদের দ্বারা সংঘটিত এ কাপুরুষোচিত ও নৃশংস ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন:

বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ‘দুর্বৃত্তদের দ্বারা অগ্নিসন্ত্রাসে শিশু আয়শা আক্তারের অকাল মৃত্যু এবং অপর দুইবোনসহ বেলাল হোসেনের গুরুতর আহত হওয়ার নির্মম ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই। এটি একটি জঘন্য, অমানবিক ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা, যা দেশবিরোধী রাজনৈতিক মত দমনের ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ। এ ধরনের ঘটনায় প্রমাণ হয় যে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং রাজনৈতিক সহিংসতা ভয়াবহ রূপ ধারণ করেছে।’

মির্জা ফখরুল অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহত শিশু আয়শার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি আহতদের সুস্থতা কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান মির্জা ফখরুল।

এসএইচ