রাঙামাটিতে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু

টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম
এখন জনপদে
2

পাহাড়ি জেলা রাঙামাটিতে পারিবারিক কার্ডধারীদের মাঝে ন্যায্য মূল্যের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে চার হাজার ২৩৭ পরিবার ফ্যামিলি কার্ডে পণ্য কেনার সুযোগ পান। ৫৪০ টাকার প্যাকেজে পাঁচ কেজি চাল, দুই লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি ও দুই কেজি ডাল রয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২৫ আগস্ট) সকালে প্রথম দিনে রাঙামাটি শহরের তিনটি পয়েন্টে একযোগে এ পণ্য বিক্রি শুরু হয়।

এর মধ্যে এক নম্বর ওয়ার্ডে গীতাশ্রম কলোনী এলাকায় এক হাজার ১০০, তিন নম্বর ওয়ার্ডে পুরাতন পুলিশ লাইন সড়কে এক হাজার ১০০ এবং সাত নম্বর ওয়ার্ডে কাঠালতলী গোডাউন সংলগ্ন দুই হাজার ২৭ জন কার্ডধারীর কাছে টিসিবির পণ্য বিক্রয় করা হয়।

আরও পড়ুন:

চলতি আগস্টে মাসে তিন দিনে ১১ হাজার ৮৫ জন কার্ডধারীর কাছে টিসিবির পণ্য বিক্রয় করা হয়। এর মধ্যে দ্বিতীয় দিনে ২৬ আগস্ট দুই নম্বর ওয়ার্ডে এসপি বাংলো সংলগ্ন এক হাজার ১৯২ জন, চার নম্বর ওয়ার্ডে এডিসি হিল সংলগ্ন এক হাজার ১৪৩, পাঁচ নম্বর ওয়ার্ডে আসামবস্তি রামঠাকুর মন্দিরে ৮৬৩, ছয় নম্বর ওয়ার্ডে যুব উন্নয়ন সংলগ্ন ৯৩৩, নয় নম্বর ওয়ার্ডে রাঙামাটি সরকারি কলেজ মাঠ এক হাজার ৩১৭ এবং ২৭ আগস্ট আট নম্বর ওয়ার্ডে পাবলিক হেলথ মাঠে এক হাজার ৪০০ জন কার্ডধারী টিসিবির পণ্য কিনতে পারবেন।

এসএস