নেত্রকোণায় বিজিবির পৃথক অভিযানে ১৬৩ বোতল ভারতীয় মদ জব্দ

বিজিবির অভিযানে বিপুল মদ জব্দ
অপরাধ
এখন জনপদে
0

নেত্রকোণার দুর্গাপুরে বিজিবির পৃথক অভিযানে ১৬৩ বোতল ভারতীয় মদসহ একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। আজ (সোমবার, ২৫ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি ) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সোমবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ ভবানীপুর বিওপি'র ৬ সদস্যের একটি বিশেষ টহল টিম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬৮ এমপি থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের গাজিরকোনা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবৈধ ৬৩ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

অপরদিকে নলুয়াপাড়া বিওপির ৬ সদস্যের আরেকটি একটি বিশেষ টহল টিম সদর ইউনিয়নের ডাহাপাড়া এলাকায় অভিযানে মালিকবিহীন অবৈধ ১০০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করে। পৃথক এ অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে আগে এই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চোরাকারবারীরা। তবে দুই অভিযানে সর্বমোট ১৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করা যায়।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, আটককৃত মদ এবং অটোরিকশা নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।

এএইচ