এরইমধ্যে জনির দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সে।
মুহূর্তেই মালবাহী ওই ট্রাকের পিছনের চাকার নিচে পিষ্ট হন জনি। এসময় উপস্থিত জনতা তাকে উদ্ধার করে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থা আরও অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। পরে স্বজনরা তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর খান বলেন, ‘দুর্ঘটনায় গুরুতর আহত জনির অবস্থা আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম রেফার করা হয়।’
রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবকের চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।