নিহতরা হলেন— আশিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড চৌধুরী বাড়ির সোলাইমান চৌধুরীর পুত্র মো. নাজিম (২৪) এবং ৪নং ওয়ার্ড নয়াবাড়ির আবদুল আলিমের পুত্র মো. তারেক (২০)। তারা দুজনেই পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে নাজিম ট্যাংকে নামেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তারেকও খুঁজতে নামেন। পরে আশপাশের লোকজন ৯৯৯-এ ফোন করলে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।
পটিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ রাজেশ বড়ুয়া বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেফটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।’
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।