ইমরান কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ছদর আলীর ছেলে। কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম জানান, মরদেহটি ঘেরের পানিতে উপুড় হয়ে ভেসে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই থেকে তিন দিন আগে যুবকটির মৃত্যু হয়েছে। মরদেহ ফুলে গেছে এবং আংশিকভাবে গলে গেছে।
মরদেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।