নৈরাজ্য কাটিয়ে বিমান বাংলাদেশকে সচল ও সফল প্রতিষ্ঠান করা হবে: নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন

চট্টগ্রাম
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
এখন জনপদে
0

নৈরাজ্য কাটিয়ে বাংলাদেশ বিমানকে সচল ও ব্যবসা সফল প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নবনিযুক্ত চেয়ারম্যান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ (বুধবার, ২৬ আগস্ট) সকালে চট্টগ্রামে পারকি সমুদ্র সৈকত ও পর্যটন করপোরেশনের রিসোর্ট নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ বিমানের চলমান সংকট কাটাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

আরও পড়ুন:

এর আগে, পারকি সমুদ্র সৈকত পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এসময় স্থানীয় ব্যবসায়ীরা সৈকতে বিশুদ্ধ পানির অভাব, বেড়িবাঁধ না থাকা, যোগাযোগ অবকাঠামো ও ভাঙনের বিষয় তুলে ধরেন।

এছাড়া উপদেষ্টা পর্যটন করপোরেশনের নির্মানাধীণ রিসোর্টের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করতে ঠিকাদারকে নির্দেশ দেন তিনি।

সেজু