সিলেটে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা

সিলেট ভোলাগঞ্জের সাদাপাথর
এখন জনপদে
0

পর্যটন শিল্প রক্ষায় সিলেট জেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত। আজ (বুধবার, ২৭ আগস্ট) সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এটি জানানো হয়৷

আদেশে বলা হয়, যেহেতু সাম্প্রতিক সময়ে সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় এলাকা থেকে কতিপয় ব্যক্তি অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন, লুণ্ঠন ও পাচারের সঙ্গে জড়িত রয়েছে, সেজন্য এ আদেশ জারি করা হয়েছে।

সেই সঙ্গে প্রাকৃতিক বিপর্যয়সহ পর্যটন সম্ভাবনাময় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দেয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

আরও পড়ুন:

জেলা প্রশাসক মো. সারওয়ার একই আদেশে বলেন, ‘যারা আদেশ অমান্য করে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে পাথর লুটের ঘটনায় মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি আজ সিলেটে দু’দিনের তদন্ত শেষে তদন্ত কমিটির আহ্বায়ক জাহেদা পারভিন সাংবাদিকদের জানান সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত ও তথ্য উপাথ্য সংগ্রহ করেছেন তারা।

সংগ্রহীত এসব তথ্য উপাথ্য তদন্ত আমলে নিয়ে বিশ্লেষণ করে তারা তাদের প্রতিবেদন জমা দেবেন বলেও জানান।

সেজু