সাতক্ষীরা-শ্যামনগর সড়ক যেন মরণফাঁদ!

সাতক্ষীরা
সংস্কার নেই সাতক্ষীরা সদর থেকে কালীগঞ্জ সড়ক
এখন জনপদে
0

সাতক্ষীরা সদর থেকে কালীগঞ্জ হয়ে শ্যামনগর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদ। দীর্ঘদিন হয়নি সংস্কার, অধিকাংশ স্থানে ছোট-বড় খানাখন্দ। ঝুঁকিপূর্ণ এ পথে চলছে যানবাহন, প্রায়ই দুর্ঘটনায় ঘটছে প্রাণহানি। ব্যাহত হচ্ছে যোগাযোগ, চিংড়ির রপ্তানি, কমছে পর্যটক। সড়ক বিভাগ বলছে, দ্রুত শুরু হবে সড়কের নির্মাণকাজ।

সাতক্ষীরার অন্যতম আকর্ষণ সড়ক পথে সুন্দরবন দেখা। কিন্তু সুন্দরবনে যাওয়ার এ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায়, যাত্রী-চালক উভয়ই বিপাকে। জেলা শহর থেকে দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর যাওয়ারও একমাত্র সড়ক এটি।

গেলো এক দশকে এ সড়কে ছোটখাটো গর্ত মেরামত ছাড়া, বড় কোন সংস্কার হয়নি। যেকারণে সড়কের গর্তগুলো আরও বড় হয়ে যা পরিণত হয়েছে মরণফাঁদে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ভোগান্তির শিকার কয়েক লাখ মানুষ।

আরও পড়ুন:

স্থানীয়রা জানান, এ সড়কের কোনো সংস্কার করা হচ্ছে না। সড়কটি চার লেনের করার প্রয়োজন। কিন্তু কোনো কাজই বাস্তবায়ন করা হচ্ছে না। সড়কে চলাফেরা করতে তাদের ভোগান্তি হচ্ছে বলে জানান স্থানীয়রা।

উপকূলের এ অঞ্চলের চিংড়ি ও বিভিন্ন মাছ সময়মতো ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছাতে বেগ পোহাত হচ্ছে। ভাঙা সড়কের কারণে আগ্রহ হারাচ্ছেন পর্যটকরাও। নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় ব্যবসা ও পর্যটনখাতেও।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, চিংড়ি ও বিভিন্ন মাছ পরিবহনে তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। সঙ্গে ঘটছে বিভিন্ন দুর্ঘটনা।

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানালেন, সড়ক সংস্কারে উদ্যোগ নেয়া হয়েছে, দ্রুতই শুরু হবে নতুন সড়ক নির্মাণকাজ।

সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ বলেন, ‘এ মৌসুমে ভারী বৃষ্টির কারণে কাজ শুরু করতে সময় লাগছে। আমরা খুব দ্রুতই কাজ শুরু করতে পারবো বলে আশা করছি।’

এফএস