এরপর সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল শহরের থানার পাশে জাতীয় পার্টির অফিস ভাংচুর করেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে অফিসের ভেতরে প্রবেশ করে অফিসের আসবাবপত্রও ভাঙচুর করেন তারা।
টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর হাসান বলেন, ‘আমরা তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলাম। বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
আরও পড়ুন:
এর আগে, গতকাল (শুক্রবার, ২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি (জাপা) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন। সেখান থেকে নুরকে চিকিৎসার জন্য প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আজ সকালে ঢাকা মেডিকেলে দলটির উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ সাংবাদিকদের জানান, বর্তমানে নুরের জ্ঞান ফিরলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন।