এর আগে শহরের মজমপুর ট্রাফিক অফিসের সামনে পথসভায় নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক নুরুন্নবী বাবুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) উপদেষ্টা অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকি, নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল প্রমুখসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় বহু তাজা প্রাণ ঝরে যায়। এছাড়াও দুর্ঘটনায় অনেকে গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন, যা কোনোভাবেই কাম্য নয়। তাই আসুন, আমরা সবাই মিলে সচেতন হই এবং সড়ককে নিরাপদ করি যাতে এ ধরনের দুর্ঘটনায় অকালে মৃত্যুবরণকে আমরা রুখতে পারি। এসময় অটোরিকশাচালক, ভ্যানচালক ও যাত্রীদের সচেতনতায় লিফলেট বিতরণ করেন তারা।