ফতুল্লায় বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ
বিদ্যুৎস্পৃষ্টের প্রতীকী ছবি
এখন জনপদে
3

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ৩০ আগস্ট) বিকালে ফতুল্লার শেহারচরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-শেহারচর বড়বাড়ি এলাকার আমির আলীর স্ত্রী রোকসানা পারভীন (৫৩) ও কন্যা লামিয়া আক্তার (২৩)।

আমির আলী জানান, কয়েক দিন আগে বৃষ্টিতে বাড়ির উঠানে পানি জমে যায়। পানি সেচার জন্য উঠানে মোটর বসানো হয়। ওই মোটরে বিদ্যুৎ চলে আসে। প্রথমে মোটরটিতে হাত দিয়ে স্পৃষ্ট হন রোকেয়া পারভীন। পরে তাকে ছাড়াতে এসে মেয়ে লামিয়াও আটকে যায়। তাদের উদ্ধার করে নগরীর খানপুর ৩শ' শয্যা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এএইচ