নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

গণপিটুনির প্রতীকী ছবি
এখন জনপদে
0

নাটোরে চোর সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে নবীর আলী নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল (শনিবার, ৩০ আগস্ট) রাতে সদর উপজেলার নেপালদীঘি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নবীর আলী রাজশাহী জেলার বাঘা উপজেলার বাসিন্দা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, গতরাতে নেপালদীঘি গ্রামের মাদ্রাসা মাঠে নবীর আলীর গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করে এলাকাবাসী। এসময় চোর সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করে ফেলে রেখে যান তারা।

আরও পড়ুন:

তিনি জানান, আজ (রোববার, ৩১ আগস্ট) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এসএইচ