মৌলভীবাজার পুলিশ লাইনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (আরআই) আব্দুল হান্নান জানান, তিনি দীর্ঘদিন থেকে হৃদযন্ত্রের রোগে ভোগছিলেন। আজ শ্রীমঙ্গলে অত্যধিক গরম থাকায় দুপুরে তিনি শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন:
তাৎক্ষণিকভাবে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায়। তিনি দুই মেয়ে এবং এক ছেলে সন্তানের জনক। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন।