নোয়াখালীতে চলছে সড়ক দখল, বাড়ছে দুর্ঘটনা-দুর্ভোগ

সড়কের পাশে রাখা পাথর বালু
এখন জনপদে
0

নোয়াখালীর ব্যস্ত সড়কে চলছে দখল যুদ্ধ। সড়ক-মহাসড়কের দুপাশে ইট, বালু আর গাছের গুড়ির বিশাল স্তূপ। মাইজদী থেকে চাটখিল পর্যন্ত ৩৪ কিলোমিটার সড়কের দুই শতাধিক স্থানের একই চিত্র। এতে সড়কে বেড়েছে দুর্ঘটনা ও দুর্ভোগ। নোয়াখালীর মাইজদী-চৌরাস্তা সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন। তবে, দুপাশে ইট, বালু, খোয়া আর গাছের গুড়ি এমনভাবে রাখা হয়েছে যা দেখে বোঝার উপায় নেই এটি কোন গুরুত্বপূর্ণ এ সড়ক।

সড়কের উপর অবৈধভাবে নির্মাণ সামগ্রী রেখে ব্যবসা করছে প্রভাবশালী চক্র। এতে দিন দিন কমেছে সড়কের প্রশস্ততা। যেখান দিয়ে ছোটবড় যানবাহন পাশ কাটাতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানান, ইট সিমেন্ট বালু দিয়ে রাস্তা ব্লক করে রেখেছে। এতে করে চলাচলের অসুবিধা হচ্ছে এবং ধুলাবালিতে মানুষজন অসুস্থ হয়ে পড়ছে।

একই চিত্র জেলার চৌরাস্তা-সোনাইমুড়ী ও সোনাইমুড়ী-চাটখিল সড়কের। দখল হওয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ রেখে ওঠা-নামা করা হচ্ছে মালামাল। কোথাও কোথাও ড্রেনের ওপর ইট বালু রাখায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।

আরও পড়ুন:

গাড়ি চালকরা জানান, রাস্তা ব্লক থাকার কারণে গাড়ি চলাচলের অসুবিধা হয়। ক্রস করতে গেলে গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটে।

প্রকাশ্যে এতো কিছুর পরও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। আর নিজেদের অপারগতার কথা বলছে সড়ক বিভাগ।

নোয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী সৌম্য তালুকদার বলেন, ‘কোনো শাস্তির ব্যবস্থা না করা হলে এ সমস্যার সমাধান পাচ্ছি না আমরা। আমরা বললেও কয়েকদিন পরে আবার ফিরে আসে। সামনে আমরা প্রশাসনের সঙ্গে কোলাবোরেট করে উচ্ছেদ করার ব্যবস্থা করবো।’

সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে ও সড়ককে চলাচলের উপযোগী করতে অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রী সরানো. সময়ের দাবী বলে মনে করেন স্থানীয়রা।

ইএ