ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরের দুই ইউনিয়নকে ভাগ করা নিয়ে স্থানীয়দের অসন্তোষ

ব্রাহ্মণবাড়িয়া
উপজেলা পরিষদ
এখন জনপদে
0

স্থানীয়দের আপত্তির মুখেই ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অন্তর্গত বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। কমিশনের সিদ্ধান্ত বাতিল করে ওই দুই ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের আপত্তির মুখেই ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অন্তর্গত বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। কমিশনের সিদ্ধান্ত বাতিল করে ওই দুই ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা।

এর আগে গত ৩০ জুলাই বিজয়নগরের হরষপুর, বধন্তি ও চান্দুরা ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করে আসন সীমানা পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয়রা।

সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে টানা আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুন:

এ আন্দোলনে অংশ নেন বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল। পরবর্তীতে কমিশনে লিখিতভাবে জানানো আপত্তির উপর গত ২৪ আগস্ট শুনানি অনুষ্ঠিত হয়।

গতকাল বিজয়নগরের বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সঙ্গে যুক্ত করে আসন সীমানা পুনর্বিন্যাসের চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক ইমাম হোসেন জানান, কমিশনের সিদ্ধান্তে দুই ইউনিয়নের বাসিন্দারা প্রশাসনিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। একটি চক্র বিজয়নগর নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত।

সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই আপত্তি সত্ত্বেও দুইটি ইউনিয়নকে আলাদা করা হয়েছে। বিজয়নগর উপজেলাকে অখণ্ড রাখতে আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি আইনি লড়াইয়ে নামার কথা জানান তিনি।

সেজু