পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঘটনাস্থলে পুলিশ
এখন জনপদে
0

পাবনার আটঘরিয়া উপজেলায় মাছভর্তি ইঞ্জিনচালিত ভটভটি গাড়ির ধাক্কায় শাহাবুদ্দিন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় সদর উপজেলার পুস্তিগাছা-গনির বটতলা আঞ্চলিক সড়কের মমিন গুরুর বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, মতিগাছা গ্রামের মৃত ওয়াজ জোয়ার্দারের ছেলে আটঘরিয়া উপজেলা সাব-রেজিস্টার অফিসের নকল নবিশ লেখক শাহাবুদ্দিন অটোভ্যান যোগে অফিসে আসছিলেন।

আরও পড়ুন:

এসময় একই দিক থেকে ছেড়ে আসা মাছ ভর্তি ইঞ্জিনচালিত ভটভটি অটোভ্যানকে ধাক্কা দিলে শাহাবুদ্দিন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও একজনকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুজ্জামান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

সেজু