মানিকগঞ্জে ঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ
মানিকগঞ্জের হরিরামপুর থানা
এখন জনপদে
0

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় আরিল ইসলাম মুন (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মুন আত্মহত্যা করেছে।

আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা গালা ইউনিয়নের সোনাকান্দর গ্রামে নানার বাড়ি থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুন সোনাকান্দর গ্রামের মো. আলমগীরের মেয়ে এবং চলতি বছর ঝিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। মুনের মা প্রবাসী এবং বাবা চাকরির কারণে থাকেন ঢাকায়। মুনের নানা বাড়ি ও বাবা বাড়ি একই এলাকায়।

আরও পড়ুন:

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, নানার ঘর থেকে আরিল ইসলাম মুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ায় তিনি আত্মহত্যা করেছেন।

এসএইচ