ঝালকাঠিতে এস.এ পরিবহন অফিস থেকে ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
এখন জনপদে
0

ঝালকাঠিতে এস.এ পরিবহন পার্সেল সার্ভিসের অফিস থেকে ম্যানেজার শেখর বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) সকালে অফিসের এক কর্মচারী প্রথমে তার মরদেহ দেখতে পান।

পরিবার জানায়, প্রায় আট বছর ধরে শেখর বিশ্বাস ঝালকাঠি শাখায় কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে ঝালকাঠি থেকে ঢাকা অফিসে বদলির আদেশ দিয়েছে কর্তৃপক্ষ। এতে মানসিক চাপে ছিলেন তিনি। এ কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ তাদের।

আরও পড়ুন:

শেখরের স্ত্রী জানান, সন্তানদের পড়াশোনার কারণে তিনি আরও ছয় মাস সময় চেয়েছিলেন, কিন্তু কর্তৃপক্ষ রাজি হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে।

সেজু