আজ (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
শ্রমিকদের অভিযোগ, কারখানার চীনা মালিক কয়েক মাস ধরে অনুপস্থিত থাকায় তারা নিয়মিত বেতন পাচ্ছেন না। বকেয়া বেতন পরিশোধের দাবিতে বহুবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি।
নারী শ্রমিক আমেনা খাতুন বলেন, ‘আমাদের আর কোনো দাবি নেই, শুধু বেতনটা চাই। বেতন না পেলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।’
আরেক শ্রমিক সুরুজ মিয়া বলেন, ‘পরিবার নিয়ে খুব কষ্টে আছি। বেতন না দিলে ঘর ভাড়া দিতে পারব না, মালিক বের করে দেবে। স্ত্রী-সন্তান নিয়ে রাস্তায় ঘুরতে হবে।’
এদিকে, শ্রমিক আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন এ পথে চলাচলকারী সাধারণ মানুষ।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, ‘অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।’