চট্টগ্রাম বন্দরের এনসিটি নিয়ে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম
সেবার মূল্য বাড়াচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
এখন জনপদে
0

চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশি অপারেটর নিয়োগের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছে শ্রমিক কর্মচারীরা। আজ (রোববার,১৪ সেপ্টেম্বর) সকালে ‘শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদ’ নামে একটি সংগঠনরে ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ পালন করা হয়।

এসময় শ্রমিক নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর শুধু বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। চট্টগ্রামের এ সমুদ্র উপকূল ভূ-কৌশলগত কারণে পরাশক্তিগুলোর জন্য গুরুত্বপূর্ণ। তাই বাণিজ্য ছাড়াও সারাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য এ বন্দরের গুরুত্ব আছে।

আরও পড়ুন:

সেইসঙ্গে বক্তারা বলেন, অতীতে ব্রিটিশসহ নানা বণিক গোষ্ঠী বাণিজ্য সমৃদ্ধির কথা বলে এদেশে তাদের সাম্রাজ্য বিস্তার করেছে। তাই বিদেশিদের সঙ্গে এ ধরণের চুক্তি থেকে সরে আসতে সরকার ও বন্দর কর্তৃপক্ষকে আহ্বান জানান শ্রমিক নেতারা।

এ বিক্ষোভ মিছিলটি বারিক বিল্ডিং মোড় থেকে শুরু হয়ে বন্দর ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এফএস