মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

মানিকগঞ্জ
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহা
আইন ও আদালত
এখন জনপদে
0

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য সাদিকুল ইসলাম সোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার এলজিইডি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে সোহা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে আদালতে সোপর্দ করা হবে।’

এদিকে সাদিকুল ইসলাম সোহা দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি জেলা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এএইচ