নারায়ণগঞ্জে পদ্মা ডিপোর কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ
মালিক-শ্রমিকদের মানববন্ধন
এখন জনপদে
1

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা ডিপোর সেকেন্ড অফিসার আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ট্যাঙ্কলরি মালিক-শ্রমিকরা। আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকার পদ্মা অয়েল পিএলসি লি. এর সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আব্দুর রহিম যোগদানের পর থেকেই নিজের মনগড়া নিয়মে ডিপোর কার্যক্রম পরিচালনা করছেন। বিআরটিএর অনুমতি অনুযায়ী লোড নেয়ার সুযোগ না দিয়ে, তার নির্দেশ অনুযায়ী তেল লোড করতে বাধ্য করা হচ্ছে। এতে অযথা হয়রানি, লাঞ্ছনা এবং দেরি করে লোড দেওয়ার কারণে রাত-বিরাতে বিভিন্ন পাম্পে তেল সরবরাহ করতে হচ্ছে। এছাড়া লোডে শর্ট পড়ার ফলে মালিকরা শ্রমিকদের বেতন থেকে টাকা কাটছেন, যার কারণে তারা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।

আরও পড়ুন:

এ বিষয়ে প্রতিবাদ বা জিজ্ঞাসা করলেই তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন মালিক-শ্রমিকরা । তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ কর্মকর্তার প্রত্যাহার দাবি করেন তারা।

অভিযোগ প্রসঙ্গে সেকেন্ড অফিসার আব্দুর রহিম বলেন, অনেকেই গত ৩ থেকে ৭ বছর ধরে ক্যালিব্রেশন করেননি। আমি কবে থেকে ক্যালিব্রেশন করবেন সে বিষয়ে লিখিত নিয়েছি। হয়তো এজন্যই কেউ কেউ আমার বিরুদ্ধে অভিযোগ তুলছেন।

ইএ