ইলিশ রক্ষায় বরিশালে নৌবাহিনীর অভিযান

ইলিশ রক্ষায় নৌবাহিনীর টহল
এখন জনপদে
0

ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে সারাদেশের মতো বরিশালেও বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করছে নৌবাহিনী। আজ (বুধবার, ৮ অক্টোবর) সকাল ১০টা থেকে কীর্তনখোলা নদী থেকে এ অভিযান শুরু হয়। নৌবাহিনীর জাহাজ বানৌজা পদ্মার সদস্যরা অভিযান পরিচালনা করে।

দেশে আহরিত ইলিশ মাছের বড় একটি অংশ আসে বরিশাল বিভাগ থেকে। এ এলাকায় জেলেদের সংখ্যাও বেশি। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এসময় নদীতে কিছু অসাধু জেলে মাছ ধরতে নামে। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী এই অভিযান চালানো হচ্ছে। নৌবাহিনীর ১৭ টি যুদ্ধজাহাজ ৯ জেলায় অভিযানে অংশ নিচ্ছে।

অভিযান কালে বানৌজা পদ্মার কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিউর রহমান জানান, মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা অনুসারে ২৫ অক্টোবর পর্যন্ত অভিযান পরিচালনা চলবে। নৌবাহিনী ছাড়াও কোস্টগার্ড, নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসন মা ইলিশ রক্ষায় কাজ করছে।

এএইচ