তিনি বলেন, ‘স্থানীয় সরকার ব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে গ্রাম আদালত গ্রামীণ পর্যায়ে সহজ, সাশ্রয়ী ও সময়োপযোগী বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণ বিচার ব্যবস্থাকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। গ্রাম আদালতের কার্যক্রম আরও সেবামুখী ও দক্ষ করার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।’
আরও পড়ুন:
স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ।
সভায় সংশ্লিষ্ট দপ্তর ও অংশীজনরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়া প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যপ্রণালী, মামলা ব্যবস্থাপনা, রেজিস্টার রক্ষণাবেক্ষণ, সমঝোতা প্রক্রিয়া এবং সেবাগ্রহীতার অধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয়।





