ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে ওরস শুরু শনিবার

শনিবার থেকে শুরু হচ্ছে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে ওরস
এখন জনপদে
0

উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হজরত মাওলানা শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদীর (কু. ছে. আ.) ওরস শরীফ আগামী শনিবার থেকে ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে শুরু হবে। প্রতি বছরের মতো এবারও ওরস চলবে ১৩ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত।

আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) দুপুরে ওরস উপলক্ষে দরবার শরীফের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এতে উপস্থিত ছিলেন মো. কামরুল হুদা, কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী, দরবার সমন্বয়কারী শেখ রাশেদ (রায়হান), হামিদুর রহমান ও শহিদুল ইসলাম শাহীন।

ওরস উপলক্ষে জাকের মঞ্জিল নান্দনিকভাবে সাজানো হয়েছে। দেশ-বিদেশ থেকে আগতদের সুবিধার জন্য ২০ কিলোমিটার এলাকায় অনুষ্ঠান ভেন্যু তৈরি করা হয়েছে। প্রবেশ পথে স্থাপন করা হয়েছে সুদৃশ্য তোরণ, অসংখ্য প্ল্যাকার্ড ও আল্লাহু আকবার লেখা পতাকা। জামে মসজিদসহ সব স্থাপনায় নতুন রঙ প্রলেপ এবং পর্যাপ্ত সফেদ এলইডি বাতি বসানো হয়েছে।

আরও পড়ুন:

নিরাপত্তা নিশ্চিত করতে গোটা এলাকায় অর্ধশতাধিক পর্যবেক্ষণ টাওয়ার, নিরাপত্তা চৌকি এবং সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য মূল এলাকার বাইরে বিশাল পার্কিংও করা হয়েছে।

দরবারের কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, ওরসের দিনগুলোতে ফরজ, সুন্নত ও নফল এবাদত অনুষ্ঠিত হবে। দোয়া ও মোনাজাতের মাধ্যমে দয়াল নবী রাসুলে করিম (সা.), খাজা এনায়েতপুরী (কু. ছে. আ.), সহাবায়ে-কেরাম, তরিকার ঈমাম মুজাদ্দেদ আলফেসানী (রা.), সকল নবী-রাসুল, উলি-আউলিয়াগণের পাক আত্মা এবং ইন্তেকাল প্রাপ্ত মুমিন-মুসলমানদের আত্মার শান্তি কামনা করা হবে। এছাড়া দেশ ও জাতির কল্যাণ এবং সকল প্রকার বিপদ ও মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

এনএইচ