চিরিরবন্দরে ট্রাক্টর–অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ৪

নিহত স্কুলছাত্র তউছিন খালিদ
এখন জনপদে
0

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ইটবোঝাই ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আজ (সোমবার, ১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বেলতলী–বিন্যাকুড়ী বাজার সড়কের ক্লাব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম তউছিন খালিদ (১৫)। তিনি চিরিরবন্দর আমেনা বাকি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ভিয়াইল ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের মো. দৌলার ছেলে। ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আমেনা বাকি স্কুলের এক শিক্ষকের বিদায় উপলক্ষে ওই শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী বিন্যাকুড়ী বাজারে একসঙ্গে খাবার খেয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে ক্লাব মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ইটবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তউছিন খালিদসহ অটোরিকশার চালক ও কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

আরও পড়ুন:

খবর পেয়ে স্থানীয়রা ও চিরিরবন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তউছিন খালিদকে মৃত ঘোষণা করেন।

এ সড়ক দুর্ঘটনায় আহত বাকিদের চিকিৎসা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলছে বলে জানায় চিরিরবন্দর থানা পুলিশ।

এসএস