চিকিৎসকরা জানান, হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছে নয় বছর বয়সী শিশু হুজাইফা। আর ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা চলছে যুবকের।
আরও পড়ুন:
চিকিৎসকরা জানান, গতকাল ভোর ৪টা পর্যন্ত মাথায় অস্ত্রোপচার করেও শিশুটির গালের একপাশে গুলিটি বের করতে পারেননি তারা। গুলিটি শিশুটির মাথার গভীরে ঢুকে গভীর ক্ষত সৃষ্টি করেছে। অস্ত্রোপচারের মাধ্যমে ক্ষতস্থান পরিষ্কার করে দেয়া হয়েছে আপাতত।
তাকে নিউরো সার্জারির বিশেষজ্ঞ টিম অস্ত্রোপচার করেছে। তবে গুলিটির অবস্থান খারাপ জায়গায় হওয়াতে সার্জনরা ঝুঁকি নেননি।





