টাঙ্গাইলে ফায়ারিং প্রশিক্ষণে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

টাঙ্গাইল
বাংলাদেশ পুলিশের লোগো
এখন জনপদে
0

টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন মাসুম নামের এক পুলিশ কনস্টেবল। এসময় গুলিটি তার বুকে লাগে। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার রংচির এলাকার বকুল মিয়ার ছেলে। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এরপর তাকে সকাল সাড়ে ৮টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন:

জানা গেছে, অস্ত্রটির ত্রুটি থাকার কারণে গুলি ভরার সময় ফায়ার হয়ে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, ফায়ারিং প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনাবশতভাবে তার বুকে গুলি লাগে। পরে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ফায়ারিং প্রশিক্ষণ শেষ হলেই তার আগামী ৩ ফেব্রুয়ারি ট্রেনিং সেন্টার ত্যাগ করার কথা ছিল।

এসএস