কোনোকিছুই নির্বাচন আটকাতে পারবে না: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
এখন জনপদে
0

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন হবে, কোনোকিছুই নির্বাচনকে আটকাতে পারবে না। কোনো ধরনের এক্সকিউজ নির্বাচনের জন্য বাঁধা হবে না।

আজ (সোমবার, ১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী পৌর সভা প্রাঙ্গণে আয়োজিত গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন:

এসময় সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আইসিইউ থেকে দেশকে তুলে আনা হয়েছে। সামনে অনেক চ্যালেঞ্জ আছে। সংগ্রাম অনেক। দেশ বাঁচাতে ও সংস্কার ধরে রাখতে গণভোটে “হ্যাঁ” এর পক্ষে ভোট দিতে হবে।’

ফেনী জেলা প্রশাসক মুনিরা হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) আব্দুর রহমান খান। উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এসএস