কাল বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব

বাংলাদেশ নারী ক্রিকেট দল
ক্রিকেট
এখন মাঠে
0

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামীকাল (মঙ্গলবার, ২০ জানুয়ারি) সকালে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এ ম্যাচে তাদের সহজ প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। নেপালের কীর্তিপুরে বাংলাদেশ সময় সকাল ৯টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

আগের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সহজ এক জয়ের পর এ ম্যাচেও আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই মাঠে নামবে বাংলাদেশ। যদিও আগের ম্যাচে জয়ের পরেও বাংলাদেশ আছে গ্রুপের দ্বিতীয় স্থানে।

আরও পড়ুন:

পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচে জয়ের পাশাপাশি রান রেট বাড়ানোর দিকেও মন থাকবে জ্যোতির দলের। এ ম্যাচে জয় পেলেও অবশ্য টাইগ্রেসদের বড় পরীক্ষা অপেক্ষা করবে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে। বাছাইপর্বের এ ম্যাচেও নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে থাকবে টাইগ্রেসরা।

এসএইচ