ভালো দিক হিসেবে করমুক্ত আয়সীমা পূর্বের তুলনায় বৃদ্ধি করা, কৃষিক্ষেত্রে সারের দাম কমানোকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা।
এক্ষেত্রে কৃষকদের ঋণের পরিধি কিংবা স্বল্প সুদে ঋণের পরিমাণ বাড়ানো দরকার বলে মনে করেন বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবাইদুল হক চান। অন্যদিকে, চেম্বারের পরিচালক মো. হাফিজুর রহমান হিরা বলছেন, বর্তমান বাজেটে কিছু ভালো দিক থাকলেও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে।
রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা, আবাসন খাতে ট্যাক্স বৃদ্ধি করার ফলে দাম বৃদ্ধি পাবে উপকরণের। তবে যে বাজেট করা হয়েছে তা বাস্তবায়নে সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে এই বাজেটের প্রকৃত সুফল পাবে না বলে মনে করেন চেম্বারের পরিচালক মো. হাফিজুর রহমান হিরা।