বাংলাদেশ ও চীনের মধ্যে চা বাণিজ্য এবং সহযোগিতা বৃদ্ধির উদ্দেশে এই প্রদর্শনীর আয়োজন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং।
বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চাইনিজ কর্নার, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগ এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে প্রদর্শনীতে দু’দেশের ২০টি চা উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, প্রদর্শনীতে চীনের ঐতিহ্যবাহী পদ্ধতিতে চা তৈরির প্রক্রিয়া, সাংস্কৃতিক পরিবেশনা ও তথ্যচিত্র উপস্থাপনসহ দিনভর নানা আয়োজন থাকছে।