শাবিপ্রবিতে চা প্রদর্শনী

চা প্রদর্শনী-২০২৫
শিক্ষা , ক্যাম্পাস
এখন জনপদে
0

‘আন্তর্জাতিক চা দিবস’ উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দিনব্যাপী ‘চা প্রদর্শনী-২০২৫’ আয়োজিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২০ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন।

বাংলাদেশ ও চীনের মধ্যে চা বাণিজ্য এবং সহযোগিতা বৃদ্ধির উদ্দেশে এই প্রদর্শনীর আয়োজন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং।

বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চাইনিজ কর্নার, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগ এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে প্রদর্শনীতে দু’দেশের ২০টি চা উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

আয়োজকরা জানান, প্রদর্শনীতে চীনের ঐতিহ্যবাহী পদ্ধতিতে চা তৈরির প্রক্রিয়া, সাংস্কৃতিক পরিবেশনা ও তথ্যচিত্র উপস্থাপনসহ দিনভর নানা আয়োজন থাকছে।

এনএইচ