বরিশাল নার্সিং কলেজে তিন শিক্ষকের অপসারণসহ দুই দাবিতে পঞ্চম দিনে ক্লাস-পরীক্ষা বর্জন

বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা
শিক্ষা , ক্যাম্পাস
এখন জনপদে
0

বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা তিন শিক্ষকের অপসারণসহ দুই দফা দাবিতে পঞ্চম দিনের মতো কলেজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, গত ৬ মে আন্দোলনের সময় বহিরাগতদের আনা হয়েছিল এবং সেই হামলায় কলেজের তিন শিক্ষকের সহায়তা ছিল। হামলাকারী ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ তারা ক্লাস, ক্লিনিক্যাল প্র্যাক্টিস ও ল্যাব প্র্যাক্টিস বন্ধ রাখে। আন্দোলনের অংশ হিসেবে তিন শিক্ষকের কুশপুত্তলিকা দাহের কর্মসূচিও পালন করছে তারা।

আরও পড়ুন:

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, তিন শিক্ষকের অপসারণ না হলে আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে। পাশাপাশি, গত দুই দিন কলেজ প্রশাসনের কোনো যোগাযোগ না করার প্রতিবাদে শিক্ষার্থীরা চোখের কালো কাপড় ও কালো ব্যাচ ধারণ করে অবস্থান নিয়েছেন।

সেজু