আম উৎপাদনে সমৃদ্ধ জেলা চাঁপাইনবাবগঞ্জ। চলতি বছর জেলায় প্রায় সাড়ে ৩৭ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। যেখান থেকে উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার টন।
বর্তমানে এ জেলার আম সংগ্রহ করে বাজারজাত শুরু হয়েছে। রোববার দুপুরে জেলার জামতলা এলাকার কামরুল হাসান নামের এক ব্যবসায়ীর বাগান থেকে ইংল্যান্ডে পাঠানো হয়েছে ১ টন খিরসাপাত আম।
এর আগে সকাল থেকে শুরু হয় বাগান থেকে আম সংগ্রহ। প্যাকেটজাত করে বিকেলে ঢাকায় যাবে এসব আম। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আম চাষিরা।
চলতি বছর জেলায় উৎপাদিত আম থেকে ৮ হাজার কোটি টাকার বাণিজ্য সম্ভব বলে জানিয়েছে কৃষি বিভাগ। আর বিদেশে আম আম রপ্তানি বাড়াতে চাষীদের সব ধরণের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে সরকারিভাবে ২৮ মে থেকে শুরু হবে বিদেশে আম রপ্তানি কার্যক্রম বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ইয়াসিন আলী।
কৃষি বিভাগের তথ্য মতে চাঁপাইনবাবগঞ্জ থেকে গত বছর বিভিন্ন জাতের ১৩৩ টন আম রপ্তানি হয়েছিল। চলতি বছর এর পরিমাণ আরো বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।