গতকাল (শুক্রবার, ১৯ ডিসেম্বর) সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, ‘আমি যা বলি, আমি তাই করি; এইটা ভালো হলে ভালো, মন্দ হলে আমার কিছু করার নেই। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করব আমি সরাইল-আশুগঞ্জ থেকেই।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘আপনারা পাশে থাকলে আমি বাংলাদেশ জয় করতে পারি, সরাইল-আশুগঞ্জকে অন্য রূপ দিতে পারি, আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতে পারি। বাকি জীবন আপনাদের পাশে থেকে কাজ করব।’
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানাসহ অর্ধডজন বিএনপি নেতা। তবে এ আসনটিতে এখনও দলীয় প্রার্থী দেয়নি বিএনপি।




