প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় সচল পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাট

মানিকগঞ্জ
ফেরি চলাচল
অর্থনীতি , পরিষেবা
এখন জনপদে
0

প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়ার ৪ নম্বর ফেরিঘাট। পদ্মা নদীর তীব্র স্রোত ও ভাঙনের কারণে বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ফেরিঘাটটির দুটি র‍্যাম্প পানিতে ডুবে গেলে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ সারাদেশের ফেরি যোগাযোগ ব্যাহত হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, রাতভর মেরামত শেষে শুক্রবার মধ্যরাতে ঘাটের একটি র‍্যাম্প ব্যবহার উপযোগী করা সম্ভব হয়েছে। বর্তমানে ওই র‍্যাম্প দিয়ে পন্টুনের দুটি পকেট ব্যবহার করে যানবাহন পারাপার করা হচ্ছে।

এদিকে পাটুরিয়ার মোট পাঁচটি ফেরিঘাটের মধ্যে বর্তমানে তিনটি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার চলছে। তবে ঘাট এলাকায় ফেরি সংকট ও ধীরগতির কারণে যাত্রী ও পণ্যবাহী ট্রাককে কিছুটা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

আরও পড়ুন:

বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম বলেন, ‘তীব্র স্রোত আর ভাঙনের কারণে বৃহস্পতিবার ভোরে ৪ নম্বর ঘাটের র‍্যাম্প ছিড়ে পানিতে ডুবে যায়। তারপর থেকেই সেটিকে মেরামতের জন্য কাজ শুরু হয়। পরে আজ রাত আড়াইটার দিকে একটি র‍্যাম্প সচল করা হয়। সেটি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বর্তমানে তিনটি ঘাট সচল আছে।’

স্থানীয়রা জানান, প্রতি বর্ষা মৌসুমে পদ্মার ভাঙন ঘাট এলাকায় নতুন করে সংকট তৈরি করে। দীর্ঘমেয়াদে টেকসই ব্যবস্থা না নিলে বারবার এ ধরনের সমস্যা দেখা দেবে বলে তাদের অভিযোগ

সেজু