রাজধানীর দারুসসালামে দুই যুবককে পিটিয়ে হত্যা

মরদেহের প্রতীকী ছবি
অপরাধ
0

রাজধানীর দারুসসালাম থানার আহমদনগর এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হলেও আরেকজনের পরিচয় মেলেনি।

পুলিশ জানিয়েছে, আজ (শনিবার, ৩১ মে) দুপুর ১টার দিকে খবর পেয়ে আহমেদ নগরের হাড্ডিপট্টি এলাকার একটি বাড়ি থেকে একজনের এবং পাশের রাস্তা থেকে অপরজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুর ১২টার দিকে দুই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের একজনের নাম তানভীর। তার বিরুদ্ধে দারুসসালাম থানায় মাদক মামলা রয়েছে। আরেকজনের পরিচয় বের করার কাজ চলছে।

হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএস