স্বামী খুন হওয়ায় স্ত্রী শারমিন আক্তারের আহাজারি। দুই সন্তানের এই মা স্বামীকে হারিয়ে দিশেহারা। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তাই বারবার মূর্ছা যাচ্ছেন তিনি।
শারমিন আক্তার বলেন, ‘আমারে বললো, শারমিন তুই আমারে হাসপাতালে নে। আমারে নিয়ে আমার রক্তটা বন্ধ কর। এই কথা বলেই লুটে পড়েছে। আমি ওকে ধরতে যাবো এর মধ্যে আবার আসতেছে আমাকে মারার জন্য। পরে অনেক লোক আবার হোটেলের ভেতরে ঢুকে গেছে, অনেকে বাইরেও ছিল। সবাই ধরাধরি করে বাইরে নিয়ে এনে অটোরিকশা নিয়ে মেইন রাস্তায় এসে হাসপাতালে নিয়ে গেলাম। সেখানে উনারা নাকি রক্ত বন্ধ করতে পারবে না। ওই জায়গায় যদি রক্ত বন্ধ করতে পারবে তাহলে হয়তো বাঁচাতে পারতাম।’
রোববার রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ি কাজলা হোটেলের সামনে পাওনা টাকা চাইতে গিয়ে খুন হন মো. ইয়াসিন গাজী নামের এক যুবক।
পুলিশ বলছে, হোটেল বিক্রির টাকা চাইতে গেলে ইয়াসিনের সাথে তার খালাতো বোন জামাই আল আমিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মায়ের দোয়া হোটেল থেকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় ইয়াসিনকে। পরে রাত ১১টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাতেই যাত্রাবাড়ী থানায় মামলা করেন নিহতের স্ত্রী। ইতোমধ্যে অভিযুক্ত আল আমিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।