নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ
র‍্যাব হেফাজতে ধর্ষণ মামলার আসামি
এখন জনপদে
অপরাধ
1

নারায়ণগঞ্জে ১৪ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার (৩ জুন) দিবাগত গভীর রাতে মো. বাচ্চু মিয়া (৪৮) নামক আসামিকে ভালুকার পালগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ (বুধবার, ৪ জুন) সকালে র‍্যাব-১১ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ মে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা সবুজবাগ এলাকায় নজরুল ইসলাম আশিকের বাসার কেয়ারটেকারের রুমের ভিতরে ডেকে নিয়ে ১৪ বছরের এক শিশুকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভুক্তভোগী শিশুটির  পিতা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করলে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিতে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই প্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত আসামি মো. বাচ্চু মিয়াকে মঙ্গলবার দিবাগত গভীর রাতে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন পালগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএইচ