ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের দামি গাড়ি কুষ্টিয়া থেকে উদ্ধার

ল্যান্ড ক্রুজার প্রাডো, ইনসেটে আনোয়ারুল আজীম
এখন জনপদে
অপরাধ
0

কুষ্টিয়ার একটি বহুতল ভবন থেকে ভারতের কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের দামি গাড়ি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গতকাল (সোমবার, ৯ জুন) মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সাফিনা টাওয়ারের পার্কিং জোন থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ।

এসময় ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়িটি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করেছে পুলিশ। কালো কালারের গাড়িটির নম্বর ‘ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০’। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, উঠছে নানা প্রশ্ন।

স্থানীয়রা জানান, গ্যারেজে থাকা ওই গাড়িটি কখনো বের করা হতো না। তবে মাঝেমধ্যে গাড়িটির ইঞ্জিন চালু করে কিছুক্ষণ পর আবার বন্ধ করে দেয়া হতো। এতে স্থানীয়দের মনে সন্দেহ দানা বাঁধে। পরে তারা বিষয়টি কুষ্টিয়া মডেল থানা পুলিশকে জানায়। সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মডেল থানা পুলিশের একটি টিম গাড়িটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

বাড়িটির কেয়ারটেকার আলমগীর হোসেন বলেন, ‘জেনুইন লিফ টোবাকো কোম্পানি নামে একটা সিগারেট কোম্পানি ২য়, ৩য় ও ৪র্থ তলায় বাসা ভাড়া নিয়েছে। সেখানে ফরেনাররা আসেন, থাকেন এবং খাওয়া-দাওয়া করেন। সেখানকার বেলায়েত নামে এক কর্মকর্তা গাড়িটি তিন আগে থেকে রেখেছেন। এ ঘটনার পর থেকে টোবাকো কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাওয়া যায়নি।’

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সংসদ সদস্য আজীম ২০২৪ সালের ১২ মে ভারতে গিয়ে নিখোঁজ হয়ে যান। পরে ২২ মে সকালে কলকাতার নিউটাউনের একটি বাড়ি থেকে তার শরীরের কিছু অংশ উদ্ধার হয়। কর্মকর্তাদের তথ্যমতে, ১৩ মে নিউটাউনের সেই বাড়িটিতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এনএইচ