গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক বেনাপোল ইমিগ্রেশনে আটক

গোপালগঞ্জ
জি এম শাহাবুদ্দিন আজম
এখন জনপদে
অপরাধ
1

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন। আজ (মঙ্গলবার, ১০ জুন) সকালে সস্ত্রীক ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে।

জুলাই আন্দোলনকে ঘিরে ঢাকার যাত্রাবাড়ী ও গোপালগঞ্জে দায়ের হওয়া হত্যা মামলায় আসামি তিনি।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস মোল্লা জানান, মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশে সকালে শাহাবুদ্দিন আজম বেনাপোলে ইমিগ্রেশনে আসেন। কিন্তু তার পাসপোর্টটি লক থাকায় খোঁজ নিয়ে জানা যায়, তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি।

তিনি আরো জানান, তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। একইসঙ্গে তার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও গোপালগঞ্জ থানায় মামলা থাকায় সেখানেও খবর দেয়া হয়েছে।

এনএইচ