কুষ্টিয়ায় যুবক‌কে গু‌লি ক‌রে হত‌্যা, অস্ত্র-গু‌লি উদ্ধার

উদ্ধার হওয়া বন্দুক ও গুলি
এখন জনপদে
অপরাধ
0

কু‌ষ্টিয়ার সদরে টুটুল হো‌সেন (৪০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১০ জুন) রাত ৯টায় উপজেলার মধুপুর পশু হাট সংলগ্ন কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়‌কের পা‌শে গু‌লি‌বিদ্ধ মরদেহটি প‌ড়ে থাক‌তে দে‌খে স্থানীয়রা পু‌লিশ‌ে খবর দেয়।

ঘটনাস্থল থে‌কে এক শটগান, একটি মোটরসাইকেল ও ক‌য়েক রাউন্ড গু‌লি উদ্ধার ক‌রে‌ছে পুলিশ। নিহত টুটুল একই এলাকার প্রয়াত মু‌ক্তি‌যোদ্ধা তুরাব হোসে‌নের ছে‌লে। তি‌নি দীর্ঘদিন প্রবা‌সে থে‌কে দে‌শে ফি‌রে স্থানীয় বাজারে একটি দোকান চালাতেন।

ইসলামী বিশ্ব‌বিদ‌্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে‌হেদী হাসান জানান, রা‌তে কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়‌কের মধুপুর পশু হাট সংলগ্ন একটি স্থা‌নে টুটু‌লের মরদেহ প‌ড়ে থাক‌তে দে‌খে পু‌লিশ‌কে খবর দেয় স্থানীয় লোকজন।

পু‌লিশ ঘটনাস্থ‌লে গিয়ে এক‌টি শটগান, ক‌য়েক রাউন্ড গু‌লি ও মোটরসাইকেল উদ্ধার করে। কী কারণে এ হত্যাকাণ্ড তা জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত‌্যা ক‌রে মরদেহটি ফে‌লে যাওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এএইচ