সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার

সাবিনা আক্তার তুহিন
অপরাধ
0

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি ঢাকা উত্তরের যুব মহিলা লীগের সাবেক সভাপতি। গতকাল (রোববার, ২২ জুন) দিবাগত রাতে নবাবগঞ্জের আওনা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ (সোমবার, ২৩ জুন) সকালে ডিবি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

২০২৪ সালের৫ আগস্টের পর তার নামে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা করা রয়েছে।

সাবিনা আক্তার তুহিন গতবছর ৫ আগস্টের পর নবাবগঞ্জে বাবার বাড়িতে ছিলেন বলে জানা যায়। এ সংবাদ পেয়ে ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল নবাবগঞ্জ থানা পুলিশের সহায়তায় রোববার রাতে অভিযান চালায় নবাবগঞ্জের আওনা এলাকায়।

তাকে ধরতে গেলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে গিয়ে পুলিশ তার বাড়িঘর ঘেরাও করে ভাঙচুর করছে বলে চিৎকার করেন। পরে নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তারে সহায়তা করেন।

ডিবি সূত্র জানায়, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উস্কানি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এসএস