শিশু নির্যাতনের অভিযোগে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু

গণপিটুনিতে নিহত হাবিল মিয়া
এখন জনপদে
অপরাধ
0

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শিশু নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি হাবিল মিয়া (৫০) গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, শনিবার (২৮ জুন) বিকেলে এক শিশুকে তার বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ উঠে হাবিল মিয়ার বিরুদ্ধে। শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দাখিল করা হয়।

এরপর রাতে গ্রামবাসী অভিযুক্ত হাবিল মিয়াকে এলাকায় দেখতে পেয়ে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, নিহত হাবিলের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইএ